fbpx
You are here
Home > অন্যান্য > ৯৬ বছর বয়সেও এভাবে দৌড়ানো সম্ভব!

৯৬ বছর বয়সেও এভাবে দৌড়ানো সম্ভব!

৯৬ বছর বয়সেও এভাবে দৌড়ানো সম্ভব!

বয়স ৯৬ বছর। কিন্তু তাতে কী! মনে ইচ্ছে থাকলে সবই সম্ভব। তেমনই এক অসম্ভবকে সম্ভব করলেন মার্কিন যক্ত্রারাষ্ট্রের ভার্জিনিয়ার নাগরিক রয় ইংলার্ট। বেঁচে থাকলে, তার বয়সীদের যেখানে লাঠিই একমাত্র সহায় হতো, সেখান রয় ইংলার্ট শুধু দৌঁড়োচ্ছেন বললে ভুল হবে। তিনি রীতিমতোন নয়া নজিরও গড়ছেন।

ঘড়ি বলছে, আইওয়া সাইক্লোন স্পোর্টস কমপ্লেক্সে ৫০০০ মিটার দৌঁড়তে তিনি সময় নিয়েছেন মাত্র ৪২:৩০.২৩ মিনিট। আর কোনও প্রবীণ ইংলার্টের এই রেকর্ডের ধারেকাছে নেই। এই রেকর্ডের মধ্য দিয়ে তিনি প্রমাণ করলেন বয়স তার কাছে সংখ্যা ছাড়া আর কিছু নয়! রয় ইংলার্ট  বলেন – ‘ইট’স ফান! কিন্তু, দৌড়র শুরুর সময় অবশ্যই মজা থাকে না। শেষ করার পরেই আসল মজা। এটা আসলে কঠিন পরিশ্রমের ফল।’

ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত

উপরে