fbpx
You are here
Home > অ্যাথলেটিক্স > ম্যারাথনে ইতিহাস গড়লেন কেনিয়ার কিপযোগ!

ম্যারাথনে ইতিহাস গড়লেন কেনিয়ার কিপযোগ!

ম্যারাথনে ইতিহাস গড়লেন কেনিয়ার কিপযোগ!

দুই ঘন্টার কম সময়ে ম্যারাথন শেষ করে ইতিহাস গড়লেন কেনিয়ার এলিউড কিপচোগ। শত বছরের ম্যারাথনের ইতিহাসে এমনটা এর আগে হয়নি। দুই ঘন্টার আগে কোন দৌঁড়বিদই শেষ করতে পারেননি ম্যারাথন দৌঁড়। তবে এবার সেই কীর্তি গড়লেন কিপচোগ। অস্ট্রিয়ার ভিয়েনার এক ম্যারাথন দৌঁড় মাত্র ১ ঘণ্টা ৫৯ মিনিট ৪০ সেকেন্ডে শেষ করেছেন তিনি। কিপযোগের রেকর্ড গড়া এই ম্যারাথনের পরিসর ছিল ২৬.২ মাইল বা ৪২.২ কিলোমিটার।

ভিয়েনার এই ম্যারাথন রেসের নাম ‘ইনেওসঃ ১.৫৯ চ্যালেঞ্জ’। এই রেসের মূল আকর্ষণই দুই ঘন্টার নিচে ম্যারাথন শেষ করা। আর এই চ্যালেঞ্জ নিতেই মূলত অ্যাথলেটরা এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। এর আগে ২০১৭ সালেও ইতালিতে হওয়া এমন এক ম্যারাথনে অংশ নিয়েছিলেন কিপচোগ। তবে সেখানে মাত্র ২৬ সেকেন্ডের জন্য এই চ্যালেঞ্জে সফল হতে পারেননি তিনি।

এদিকে অস্ট্রিয়ার এই ম্যারাথনটি অফিশিয়াল ম্যারাথনের তালিকায় না থাকায় আনুষ্ঠানিকভাবে বিশ্বরেকর্ড গড়া হয়নি কিপচোগের। তবে বর্তমান রেকর্ডটিও তারই দখলে। ২০১৮ সালে জার্মানির বার্লিনে ২ ঘণ্টা ১ মিনিট ৩৯ সেকেন্ডে ম্যারাথন শেষ করেছিলেন কিপযোগ। তবে রেকর্ডে নাম না উঠলেও উচ্ছসিত কিপযোগ বলেন, “আজকের রেসই প্রমাণ করে মানুষের অসাধ্য কিছু নেই। আমি যেহেতু এটা একবার করতে পেরেছি, আশা করছি সামনে অনেকেই এটা পারবে। আমার সাথে বাকি যে ৪১ জন দৌঁড়েছে, তারা সবাই দারুণ অ্যাথলেট। আমরা সবাই মিলেই ইতিহাসটা গড়েছি।”

ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত

উপরে