fbpx
You are here
Home > আলোচিত ক্রীড়াঙ্গন > ভারতের বিপক্ষে টেস্ট খেলতে দেশ ছাড়লেন মুমিনুলরা!

ভারতের বিপক্ষে টেস্ট খেলতে দেশ ছাড়লেন মুমিনুলরা!

ভারতের বিপক্ষে টেস্ট খেলতে দেশ ছাড়লেন মুমিনুলরা!

ভারত সফর করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় দুই ম্যাচ টেস্ট সিরিজও খেলবে বাংলাদেশ। ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ হয়ে গেছে। বর্তমানে সিরিজে দুই দল ১-১ সমতায় রয়েছে। আগামী ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। আর টেস্ট সিরিজিকে সামনে রেখে আজ ভারতের উদ্দেশ্যে রওনা করলো টেস্ট স্কোয়াডের বাকি খেলোয়াড়েরা।

অধিনায়ক মুমিনুলসহ আরও নয় জন টাইগার ক্রিকেটার টেস্ট খেলতে ভারতে সফররত দলের সাথে যুক্ত হচ্ছেন। জানা গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সকাল ১১টায় দেশ ছেড়েছেন তারা। অধিনায়ক মুমিনুল হক ছাড়া বাকি সদস্যরা হলেন- সাদমান ইসলাম, সাইফ হাসান, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি এবং এবাদত হোসেন।

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন সাইফ হাসান। আগামী ১৪ নভেম্বর ইন্দোরে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে। প্রথম টেস্ট লাল বলে হলেও দ্বিতীয় টেস্টটি হবে গোলাপি বলে অর্থাৎ দিবা-রাত্রীর। আর এই টেস্ট দিয়েই প্রথম দিবারাত্রীর টেস্ট খেলার অভিজ্ঞতা হবে ভারত এবং বাংলাদেশের।

বাংলাদেশের টেস্ট দলঃ

মুমিনল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহী এবং এবাদত হোসেন।

ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত

উপরে