fbpx
You are here
Home > আলোচিত ক্রীড়াঙ্গন > বার্সায় ফিরছেন না নেইমার!

বার্সায় ফিরছেন না নেইমার!

বার্সায় ফিরছেন না নেইমার!

কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল পুরোন ক্লাব বার্সেলোনায় ফিরে আসতে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার। বিশ্বের অনেক সংবাদ মাধ্যম বিভিন্ন উৎসের বরাত দিয়ে জানিয়েছিল নেইমার ফিরে আসবে বার্সায়। আর এ কারণে বার্সা প্রদত্ত সব ধরণের শর্তও মেনে নিতে রাজি বর্তমান পিএসজি ফরোয়ার্ড। তবে এ সম্পর্কে এবার মুখ খুললেন খোদ বার্সেলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ। তিনি জানালেন এই মৌসুমে নেইমারকে দেখা যাবে না বার্সার জার্সিতে।

কাতালান ক্লাবটির সভাপতি জানান, “‌বার্সেলোনার পক্ষে এ বছর নেইমারকে কেনা সম্ভব নয়। আমরা সবাই জানি নেইমার আর পিএসজির জার্সি গায়ে খেলতে চান না। তিনি বার্সেলোনাতে ফিরতে চাচ্ছেন। অনেক ভক্তও চাইছে নেইমার বার্সেলোনায় ফিরে আসুক। কিন্তু এর পাশাপাশি আমরা এটাও জানি নেইমারকে পিএসজি ছাড়তে চায় না। তাই নেইমারকে এ বছর বার্সেলোনায় নিয়ে আসা সম্ভব নয়।”‌

অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এমনকি অনেক স্প্যানিশ গণমাধ্যমও এ কথা ফলাও করে প্রচার করেছিল যে খোদ মেসিই নাকি নেইমারকে আবার বার্সেলোনার জার্সি গায়ে দেখতে চান। এমনকি এ ব্যপারে নাকি টিম ম্যানেজমেন্টকে চাপও দিয়েছেন তিনি। তবে সেই সকল খবরকে গুজব দাবি করে ক্লাব সভাপতি জানান, “‌সে (মেসি) কোনোদিন খেলোয়ার কেনা-বেচা নিয়ে মন্তব্য করেননি। তিনি শুধু এমন একটি দল চান, যে দল বড় ম্যাচে ভাল পারফর্ম করতে পারবে।”‌

প্লেয়ার বিক্রি বিষয়ে যেসব গুজব চাউর হয়েছে তা নিয়ে জোসেফ জানান, “‌এই মৌসুমে ডেম্বেলে, কুতিনহো এবং নেলসন সেমেডোকে বার্সেলোনা ছাড়বে না। ডেম্বেলে একজন তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়। তাকে বিক্রি করার আপাতত কোনো পরিকল্পনা নেই বার্সেলোনার।”‌‌

ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত

উপরে