fbpx
You are here
Home > ফুটবল > দুর্দান্ত মেসিতে আবারও শীর্ষে বার্সা!

দুর্দান্ত মেসিতে আবারও শীর্ষে বার্সা!

দুর্দান্ত মেসিতে আবারও শীর্ষে বার্সা!

লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। নিজেদের শেষ ম্যাচে আলাভেসকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে উঠেছিল তারা। রিয়ালের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে থাকা বার্সেলোনা ১ ম্যাচ কম খেলে অবস্থান করছিল দুইয়ে। শীর্ষস্থান ফিরে পেতে বার্সার প্রতিপক্ষ ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকোর মাঠে কাজটা ছিল কঠিন। শেষ পর্যন্ত মেসির একমাত্র গোলে অ্যাটলেটিকোকে ১-০ গোলে হারিয়ে আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে বার্সা।

প্রতিপক্ষের মাঠে গতকাল শুরু থেকেই দাপট দেখিয়ে খেলছিল বার্সা। তবে ৭ম মিনিটেই লিড নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিল অ্যাটলেটিকো। তবে বক্সের ডান প্রান্ত থেকে নেওয়া অ্যাটলেটিকো ডিফেন্ডার হারমোসোর শট স্টেগানের পা ছুঁয়ে দূরের পোস্টে লেগে বেরিয়ে যায় বাইরে। এদিকে বল দখলে এগিয়ে থাকলেও বার্সার আক্রমণ গুলো বক্সের কাছে এসে খেই হারিয়ে ফেলছিল। ফলে অ্যাটলেটিকোকে চাপে রাখতে পারছিল না তারা।

ঘরের মাঠে আক্রমনে প্রায়ই বার্সা শিবিরে ভয় ধরিয়ে দিচ্ছিল অ্যাটলেটিকো। তবে এদিন স্টেগান ছিলেন অপ্রতিরোধ্য। প্রথমার্ধে অ্যাটলেটিকোর দুইটি নিশ্চিত গোল ফিরিয়ে দিয়েছেন তিনি। এদিকে প্রথমার্ধ শেষ হওয়ার কিছু আগে কর্ণার থেকে ভেসে আসা বলে হেড করেন পিকে। তবে সেই বল বারে লেগে ফিরে আসলে লিড নেওয়ার সুযোগ নষ্ট হয় বার্সার। গোলশূণ্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে দেয় বার্সা। এবার অ্যাটলেটিকোর রক্ষণকে তটস্থ করে তুলছিল বার্সার মেসি-সুয়ারেজ-গ্রিজম্যানরা।

মুহুর্মুহু আক্রমণে যথাযথ ফিনিশিংয়ের অভাবে গোল পাচ্ছিল না কাতালানরা। ম্যাচ তখন এগুচ্ছিল ড্রয়ের পথে। এমন অবস্থায় ত্রাতা হয়ে এলেন মেসি। ম্যাচের ৮৬তম মিনিটে বক্সের সামনে এসে পাস দিলেন সুয়ারেজকে। পাস দিয়েই এগিয়ে গেলেন বক্সের ভেতর। ফিরতি পাসে আবারও বল মেসির দিকে এগিয়ে দিলেন সুয়ারেজ। সেই বলে চিরচেনা নিচু শটে বটম কর্নার দিয়ে বল জালে জড়িয়ে দিলেন মেসি। আর অ্যাটলেটিকোকে ১-০ গোলে হারিয়ে বার্সা উঠে গেল আবারও শীর্ষে।

ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত

উপরে