fbpx
You are here
Home > ক্রিকেট > চেজ-হোপে আফগানিস্তানের বিপক্ষে ক্যারিবীয়দের সহজ জয়!

চেজ-হোপে আফগানিস্তানের বিপক্ষে ক্যারিবীয়দের সহজ জয়!

চেজ-হোপে আফগানিস্তানের বিপক্ষে ক্যারিবীয়দের সহজ জয়!

ভারতে চলছে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সেখানে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ এবং ১টি টেস্ট খেলবে দুই দল। ওডিআই সিরিজের প্রথম ম্যাচে গতকাল লখনৌতে মুখোমুখি হয়েছিল তারা। আর সেই ম্যাচে আফগানিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা। আফগানিস্তানের দেওয়া ১৯৫ রানের লক্ষ্য ৭ উইকেট হাতে রেখেই পাড় হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। দলীয় ১৫ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে যায় আফগানরা। তবে এরপর রহমত শাহ এবং ইকরাম আলি খিল মিলে জুটি গড়লে শুরুর ধাক্কা সামলে ওঠে আফগানিস্তান। দুজন মিলে ১১১ রানের জুটি গড়েন। এর মাঝে দুজনই তুলে নেন নিজেদের অর্ধশতক। দলীয় ১২৬ রানে ফিরে যান ইকরাম আলি খিল। রান আউট হয়ে ফেরার আগে ৬২ বলে ৫৮ রান করেন তিনি।

এর কিছু পরে ৩২.৩ ওভারে ফিরে যান রহমত শাহও। রস্টোন চেজের বলে হোল্ডারের হাতে ক্যাচ দেওয়ার আগে ৮০ বলে ৬১ রান করেন রহমত। এরপরেই মূলত আফগানিস্তানের ইনিংস ভেঙ্গে পড়ে। মাঝে আসগর আফগানের ৫২ বলে ৩৫ এবং গুলবাদিন নাঈবের ১৬ বলে ১৭ রানের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত সবগুলো উইকেট হারিয়ে ১৯৪ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন হোল্ডার, শেফার্ড এবং চেজ। এছাড়া ১টি করে উইকেট তুলে নেন কটরেল এবং ওয়ালশ।

১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৫ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে এরপর ওপেনার শাই হোপ এবং রস্টোন চেজ মিলে ম্যাচের হাল ধরেন। দুজন মিলে ১৬৩ রানের জুটি গড়েন। দলীয় ১৮৮ রানে সেঞ্চুরি বঞ্চিত থেকে ফিরে যান চেজ। নাভিন উল হকের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ১১ চারের সুবাদে ১১৫ বলে ৯৪ রানের ইনিংস খেলেন তিনি।

বাকি কাজটা শেষ করতে অবশ্য হোপ এবং পুরানের কোন অসুবিধাই হয়নি। ১৩৩ বলে ৭৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শাই হোপ। আফগানিস্তানের পক্ষে মুজিব ২টি এবং নাভিন ১টি উইকেট শিকার করেন। একই ভেন্যুতে আগামী ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ

আফগানিস্তানঃ ১৯৪/১০, ৪৫.২ ওভার (রহমত ৬১, ইকরাম ৫৮, আসগর ৩৫; হোল্ডার ২/২১, চেজ ২/৩১, শেফার্ড ২/৩২)

ওয়েস্ট ইন্ডিজঃ ১৯৭/৩, ৪৬.৩ ওভার (চেজ ৯৪, হোপ ৭৭*, পুরান ৮*; মুজিব ২/৩৩, নাভিন ১/৩০)

ফলাফলঃ ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী

প্লেয়ার অব দ্যা ম্যাচঃ রস্টোন চেজ (ওয়েস্ট ইন্ডিজ)

সিরিজঃ ৩ ম্যাচ সিরিজের ১ ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজ ১-০ তে এগিয়ে

ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত

উপরে