fbpx
You are here
Home > ক্রিকেট > চতুর্থ ম্যাচে এসে পরাজয়ের স্বাদ পেলো টাইগার যুবারা!

চতুর্থ ম্যাচে এসে পরাজয়ের স্বাদ পেলো টাইগার যুবারা!

চতুর্থ ম্যাচে এসে পরাজয়ের স্বাদ পেলো টাইগার যুবারা!

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে এই মুহুর্তে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখানে প্রথম তিন ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশের যুবারা। তবে চতুর্থ ম্যাচে এসে সিরিজে প্রথম হারের স্বাদ পেলো যুবা টাইগাররা। আজ নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৪ উইকেটের ব্যবধানে হেরে গিয়েছে বাংলাদেশ। আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।

এর আগে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে আগে ব্যাট করতে নেমে দুই টাইগার ওপেনার দুর্দান্ত শুরু এনে দেয় বাংলাদেশকে। ওপেনার তানজিদ ৪৪ বলে ৫১ রান করে ফিরে গেলে ৭১ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গে। তানজিদ ফিরে যাওয়ার পর দ্রুত আরও দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তবে অপরপ্রান্তে দারুণ খেলতে থাকেন ওপেনার পারভেজ হাসান ইমন। দলীয় ১৫২ রানে ফিরে যান ইমন। আউট হওয়ার আগে ৮২ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি।

এরপর ম্যাচের হাল ধরেন তৌহিদ হৃদয় এবং অধিনায়ক আকবর আলী। দুজনের ১০৪ রানের জুটি দলকে বড় সংগ্রহ এনে দেয়। দলীয় ২৫৬ রানে অধিনায়ক আকবর আলী ফেরেন ব্যক্তিগত ৪৪ বলে ৬৬ রান করে। ইনিংসের ৪৯তম ওভারে ৭৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে ফিরে যান তৌহিদ হৃদয়। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ২৯৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

২৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলীয় ৯ রানেই প্রথম উইকেট হারায় কিউইরা। তবে এরপর ওলি হোয়াইট এবং ফার্গাস লেলম্যান মিলে ১২২ রানের জুটি গড়েন। ৬২ বলে ৪৫ রান করে ফেরেন হোয়াইট। তবে হোয়াইট না পারলেও অর্ধশতক তুলে নেন লেলম্যান। আউট হওয়ার আগে ৭১ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি।

মাঝে ক্লার্কের ৩৮ বলে ৩৪ এবং অধিনায়ক টাস্কঅফের ৭৭ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংসের কল্যাণে জয়টা সহজ হয়ে যায় নিউজিল্যান্ডের জন্য। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড যুবারা। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট সংগ্রহ করেন আসাদুল্লাহ গালিব। এছাড়া ১টি করে উইকেট তুলে নেন শরিফুল ইসলাম এবং অভিষেক দাস।

সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ ২৯৫/৮, ৫০ ওভার (হৃদয় ৭৩, আকবর ৬৬, ইমন ৫৫; হ্যানকক ৩/৭৩, টাস্কঅফ ২/৩৯, অশোক ১/৩৪)

নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলঃ ২৯৬/৬, ৪৯.১ ওভার (লেলম্যান ৭৬, টাস্কঅফ ৬৬*, হোয়াইট ৪৫; আসাদুল্লাহ ৩/৭৮, শরিফুল ১/৪১, অভিষেক ১/৪৮)

ফলাফলঃ নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ৪ উইকেটে জয়ী

সিরিজঃ ৫ ম্যাচ সিরিজের ৪ ম্যাচ শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩-১ এ এগিয়ে

ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত

উপরে